এবারের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কোনো যানজট নেই। তিন ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাচ্ছেন যাত্রীরা। শুক্রবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

ঢাকা থেকে কুমিল্লায় আসা তিশা প্লাস পরিবহনের যাত্রী আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, ভোগান্তি ছাড়াই ঢাকা থেকে কুমিল্লা আসতে পেরেছি। গুলিস্তান থেকে পদুয়ার বাজার বিশ্বরোড আসতে সময় লেগেছে তিন ঘণ্টা। মহাসড়কের মুন্সীগঞ্জের মেঘনা ব্রিজ পর্যন্ত হালকা যানজট আছে। ব্রিজের টোল আদায়ের ধীর গতির কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যদি ওখানে হালকা যানজট না থাকতো তবে, দুই ঘণ্টায় কুমিল্লা আসতে পারতাম।

অপরদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মাধবপুরে সড়ক মেরামতের কারণে দেড় কিলোমিটার সড়কে হালকা যানজট রয়েছে। 

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সড়কের মাধবপুর অংশে নতুন ঢালাইয়ের কারণে ওয়ানওয়ে ব্যবহার করতে হচ্ছে। সিগন্যাল দিয়ে গাড়ি পারাপার করতে হচ্ছে, ফলে ওই স্থানে দেড় কিলোমিটারের ছোট্ট একটা যানজট আছে। সেটা সিগন্যালের কারণে। তাছাড়া পুরো রাস্তায় যান চলাচল স্বাভাবিক। 

যানজট নেই কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও। লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী দুপুর ১টার দিকে ঢাকা পোস্টকে জানান, সড়কে কোনো যানজট নেই। তবে দুপুর ১২টার দিকে সড়কের লাকসাম আলিশ্বর এলাকায় নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়েছিল, বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেকার পাঠিয়ে সেই বাসকে সরানো হয়েছে। তখন সামান্য একটু যানজট ছিল আলিশ্বর এলাকায়। তাছাড়া পুরো সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার রহমত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, মানুষ খুব সুন্দরভাবে বাড়ি ফিরছে। সড়কের কোথাও যানজট নেই। মেঘনা ব্রিজের টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতির কারণে ওই এলাকায় সামান্য যানজট আছে। তবে কুমিল্লা অংশে কোনো যানজট নেই। মেঘনা ব্রিজ থেকে কোনো ব্রেক চাপা ছাড়াই চট্টগ্রাম পৌঁছাচ্ছে যানবাহনগুলো।

আরএআর