মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগেই বরগুনার বেতাগীর ১০ গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে। শনিবার (৯ জুলাই) সকাল ৮টায় বেতাগীর বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকাল নয়টা থেকেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয় গ্রামগুলোতে। এরপর এখানকার বাসিন্দারা পশু কোরবানি দিয়ে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু করেন। 

এসব গ্রামের বাসিন্দারা জানান, ৯৫ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে বেতাগীর লক্ষ্মীপুরা, খোন্তাকাটা, আনার জলিশা, বকুলতলী এলাকার প্রায় ১০ গ্রামে চিশতিয়া কাদেরীয়া মতাদর্শের কয়েক হাজার অনুসারী প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই রোজা ও অগ্রিম ঈদ পালন করছেন। 

বেতাগীর জলিশা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছোটবেলা থেকেই বাবা-মায়ের সঙ্গে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা এবং কোরবানি পালন করে আসছি। তাই এখনও সেই নিয়মই পালন করছি।

বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ঢাকা পোস্টকে বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা অগ্রিম রোজা পালন করে আসছেন। দীর্ঘদিন ধরেই উপজেলার কিছু গ্রামের মানুষ এভাবেই রোজা ও দুই ঈদ পালন করেন।

খান নাঈম/এমএএস