স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক

কুমিল্লায় সাইফুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তাকে পেটানোর অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী সাইফুল ইসলাম এনআরবিসি ব্যাংকের দেবিদ্বার শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত আছেন।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক সরকার দেবিদ্বার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। 

গতকাল শুক্রবার (৮ জুলাই) রাতে মারধরের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলামকে ধাক্কা ধাক্কাতে নীচে নামাচ্ছেন। এসময় কয়েকজন দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন। 

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জানি না তিনি কেন আমাকে এসেই মারা শুরু করলেন। আমি বারবার জিজ্ঞেস করছিলাম কি হয়েছে, কেন মারছেন, উনি কোনো কথা না শুনে আমাকে আঘাত করতে থাকেন। 

অভিযুক্ত আব্দুর রাজ্জাক সরকার ঢাকা পোস্টকে বলেন, ব্যাংকের টাকা উত্তোলনের সময় শেষ হয়ে যাওয়ায় আমি উনাকে অ্যাপসটা চালু করার অনুরোধ করেছিলাম। তিনি আমার কথা শুনেননি। তাই আমার প্রচণ্ড রাগ হয়েছিল। যে কারণে আমি উনাকে চড়-থাপ্পড় মেরেছি। পরে অন্য শাখার স্যারেরা আসার পর বিষয়টা মীমাংসা হয়েছে। 

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর শনিবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় উভয়পক্ষ আপোষ মীমাংসা করেছে। তবে লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএএস