সাতক্ষীরার বিনেরপোতা বাইপাস সড়কের পাশে ফেলে দেওয়া সেই ছাগলের চামড়াগুলো সোমবার (১১ জুলাই) বিকেলে মাটি চাপা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এদিকে, কিছু কিছু স্থানে ছাগলের চামড়া ক্রয় হলেও সেটা ৫-১০ টাকায় প্রতি পিচ ক্রয় করেছে চামড়া ব্যবসায়ীরা।

সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকার শাহজান খন্দকার জানান, সকালে বিনেরপোতা এলাকায় রাস্তার পাশে ১০০টির মতো ছাগলের চামড়া ফেলে রাখতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ন্যায্য দাম না পাওয়ায় চামড়াগুলো ফেলে গেছে ব্যবসায়ীরা।

সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হাসান বলেন, বিনেরপোতা এলকায় ১০০টির মতো ছাড়লের চামড়া পড়ে আছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেগুলো মাটি চাপা দেওয়া হয়েছে। পরবর্তীতে আড়ৎ এ গিয়ে জানার চেষ্টা করলেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

তিনি বলেন, জেলায় ছাগলের চামড়াগুলো ১০-১৫ টাকা দরে ও গরুর চামড়া আকারভেদে ৪০০-৬০০ টাকায় কিনছেন ব্যবসায়ীরা। তাছাড়া যদি কোনো ক্রেতা বা প্রতিষ্ঠান চামড়া বিক্রি করতে না পারে সেক্ষেত্রে আমাদের জানালে সহযোগিতা করা হবে।

আকরামুল ইসলাম/এমএএস