কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মো. ইমরানের স্ত্রী জাহিদা পরীমণি মুন্নী (১৯), বদি আলমের স্ত্রী রশিদা বেগম (২৫), পৌরসভা চৌধুরী পাড়ার এলাকার আবুল হাশেমের ছেলে মো. রাশেদ (৩৩) ও সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার জাফর আলমের ছেলে মো. তৈয়ব (৩২)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া ১নং ওয়ার্ড এলাকায় মাদকের লেনদেন হতে পারে। এমন সংবাদে রশিদা বেগমের ঘরে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

সাইদুল ফরহাদ/ওএফ