মেরিন ড্রাইভ সড়কে ৫ কিমি যানজট, ভোগান্তিতে পর্যটকরা
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকের ঢল নেমেছে। এতে হিমছড়ি পেঁচারদ্বীপ মাংলাপাড়া থেকে উখিয়া রেজুখাল সোনাপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটকদের।
বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টা থেকেই মেরিন ড্রাইভ সড়কে যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছেন পর্যটক ও রোগীবাহী গাড়ি। তবে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সব কিছু উপেক্ষা করেই বেড়াচ্ছেন পর্যটকরা।
বিজ্ঞাপন
ঈদের আনন্দ উপভোগ করতে মা-বাবার সঙ্গে টমটম, ট্যুরিস্ট জিপসহ নানা যানবাহনে করে ছুটছেন সবাই।
সাদিকুর নামে এক পর্যটকের সঙ্গে কথা তিনি জানান, বুধবার সকালে কক্সবাজার এসে তিনি পৌঁছান। দুপুরে ইনানী বিচ দেখতে বের হন। রেজুখাল বিজিবি চেক পোস্টে এসে যানযটে পড়েন, তবে আনন্দের কাছে হার মেনেছে ভোগান্তি।
বিজ্ঞাপন
বেসরকারি একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করা সিরাজগঞ্জের জিসান রহমান বলেন, ঈদের পর পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছি। প্রচণ্ড রোদ থাকায় গরম বাড়ছে। তার ওপর তীব্র যানজট। গাড়ি একটুও সামনে এগোচ্ছে না।
চালকরা জানান, দুপুর ১২টার পর রওনা হয়েছেন। ঘণ্টার পর ঘণ্টা মেরিন ড্রাইভ সড়কে যানজটে আটকে আছেন। কখন গন্তব্যে যেতে পারবেন বলতে পারছেন না।
যানজটের বিষয়ে মহাসড়কে কর্তব্যরত পুলিশ জানান, বর্তমানে কক্সবাজারে ৩ লাখ পর্যটক অবস্থান করছেন। অনেকেই ইনানী বিচ দেখতে বের হয়েছেন। রেজুখাল ব্রিজ ছোট হাওয়ায় গাড়ি পারাপার কম হচ্ছে। তার মধ্যে মেরিন ড্রাইভ সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকের চাপ বাড়তে শুরু করেছে। তবে পুলিশ মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে কাজ করছে।
সাইদুল ফরহাদ/আরআই