পূর্ণিমার জোয়ারে ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২টায় পূর্ণিমা শুরু হয়। পূর্ণিমার কারণে বাড়তে শুরু করে প্রতিটি নদ-নদীর পানির উচ্চতা।  দিনের তুলনায় রাতে জোয়ারের পানি বেড়ে যায়। জোয়ারের পানি বেড়ে রাস্তাঘাট ডুবে গেছে। পানির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না।

তবে কাঁঠালিয়া, নলছিটি, রাজাপুর উপজেলার অনেক স্থানে বেড়িবাঁধ না থাকায় নদীর পানি দ্রুত প্রবেশ করছে। এসব এলাকায় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন ঢাকা পোস্টকে বলেন, পূর্ণিমার জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল নদীর পানি বিপৎসীমার  নিচে প্রবাহিত হয়েছে। তবে আজ পানি অনেক বৃদ্ধি পেয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মূলত পূর্ণিমার কারণেই নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পানি উঠে যদি আটকে থাকে তাহলে বীজতলার কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে পানি জোয়ারে উঠে সঙ্গে সঙ্গে নেমে যায়। তাই জেলায় তেমন ক্ষতির আশঙ্কা নেই।

এসকেডি