ঈদুল আজহাকে পুঁজি করে বাসের টিকিট ৭০ টাকা বেশি দামে বিক্রি করায় লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী জোনাকি বাস কাউন্টারকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আরও দুটি কাউন্টারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৮ জুলাই) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এসব জরিমানা করেন। তাকে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

কাউছার মিয়া ঢাকা পোস্টকে বলেন, চৌমুহনী বাজারের বাস কাউন্টারে ঈদুল আজহাকে পুঁজি করে বাসের টিকিট বেশি দামে বিক্রি করায় জোনাকি বাস কাউন্টারকে তিন হাজার, শাহী বাস কাউন্টারকে দুই হাজার ও স্বাধীন বাংলা বাস কাউন্টারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জোনাকি পরিবহনের কাউন্টার ৩৩০ টাকার ভাড়া ৭০ টাকা বৃদ্ধি করে ৪০০ টাকা নিচ্ছিল। অভিযান চালিয়ে জোনাকি বাসের ১৩ জন যাত্রীকে এবং বাঁধন বাসের ৩৬ জন যাত্রীকে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। সব কাউন্টার আর কোনো অতিরিক্ত ভাড়া নেবে না বলে প্রতিজ্ঞা করে। আগামীতে নির্ধারিত ভাড়ার চেয়ে যেন  অতিরিক্ত দামে টিকিট  বিক্রি না করে, সে জন্য জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে।  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/আরএআর