গোপনে টিকিট বিক্রি, অতিরিক্ত মহাব্যবস্থাপকের বার্তাবাহক বরখাস্ত
টিকিট কালোবাজারির দায়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপকের বার্তাবাহক জিয়াউর রহমানকে (৩৬) সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) মধ্যরাতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জিয়াউর রহমান নগরীর রেল কলোনী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার দিবাগত রাতে সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা (আরিএনবি)। ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার আগ মুহূর্তে এক যাত্রীর সঙ্গে টিকিটের দরদাম করছিলেন জিয়াউর। ৫টি টিকেটসহ তাকে হাতেনাতে ধরেন করেন আরএনবি সদস্যরা। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আরএনবি (গোয়েন্দা) রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন। তিনি বলেন, সন্দেহজনক গতিবিধি হওয়ায় জিয়াউর রহমানকে অনুসরণ করছিলেন আরএনবি সদস্যরা। পরে তাকে ৫টি টিকিটসহ হাতেনাতে আটক করা হয়। তার স্ত্রীও রেলকর্মী। ওই রাতেই মুচলেকা নিয়ে জিয়াউর রহমানকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
তাৎক্ষণিক নির্দেশনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া রেল কর্তৃপক্ষ তদন্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, গোপনে টিকিট বিক্রির সময় আরএনবির গোয়েন্দা সদস্যরা তাকে হাতেনাতে ধরেছে। এ রকম টিকিট কালোবাজারিতে রেলের লোকজন যুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে সাধারণ কেউ হলে পুলিশে দেওয়ার বিধান রয়েছে।
আমরা বিভাগীয় অ্যাকশনে যাচ্ছি। প্রথম পর্যায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে রেলের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফেরদৌস সিদ্দিকী/এমএএস