রাস্তায় সন্তান প্রসব করা সেই মা পেলেন আর্থিক সহায়তা
সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করা সেই নারীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বরগুনার জেলা প্রশাসক। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ওই নারীর স্বামী ও শাশুড়ির হাতে নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
জানা যায়, মঙ্গলবার (২৬ জুলাই) রাতে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ঘুরে শেষ পর্যন্ত রাস্তায় সন্তান প্রসব করেন রিমা বেগম (১৯) নামে বরগুনার এক গৃহবধূ। তিনি বরগুনার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের দরিদ্র রিকশাচালক মো. ইব্রাহীমের স্ত্রী।
বিজ্ঞাপন
এ ঘটনায় নবজাতকের অবস্থা আশঙ্কামুক্ত হলেও প্রসূতিকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে ঢাকাপোস্টসহ অন্যান্য গণমাধ্যম। সংবাদটি বরগুনার জেলা প্রশাসকের নজরে এলে তিনি আজ দুপুরে ওই প্রসূতির স্বামী ও শাশুড়ির হাতে সহায়তার নগদ টাকা তুলে দেন।
প্রসূতি রীমার স্বামী মো. ইব্রাহীম বলেন, ঘটনার দিন রাতে যুবলীগ নেতা দোলন ভাই ও পুলিশের সহযোগিতা নিয়ে রিমাকে বরিশালে নিয়ে যাই। বিষয়টি জানার পর ডিসি স্যার রিমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন। পরবর্তীতে কোনো সহায়তার প্রয়োজন হলে তাকে জানাতে বলেছেন। আল্লাহর রহমতে আমার শিশু সন্তান ও স্ত্রী সুস্থ আছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার সড়কে সন্তান প্রসব করার খবরটি গণমাধ্যম থেকে জানতে পারি। এরপর তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার জন্য আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি। পরবর্তীতেও সহায়তার দরকার হলে আমাদের জানাতে বলেছি।
খান নাঈম/এসপি