হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক-সহকারীর মৃত্যু
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ট্রাকের চালক শেখ লিটন (৪৫) ও তার সহকারী আব্দুল্লাহ আল নাদিম (১৮)। লিটন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শাহী মহল্লার শেখ আলীর ছেলে ও নাদিম ময়মনসিংহ জেলার সদর থানার সাথিয়াপাড়া গ্রামের ছাদিকুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রডবোঝাই ট্রাকটি চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ও সহকারী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত লিটন ও নাদিমের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এনএ