কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে বায়জিদ (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নবনির্মিত সেনানিবাস এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি তার।

নিখোঁজ শিশু বায়জিদ পার্শ্ববর্তী গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার মিঠামইন থেকে শিশু বায়জিদ নৌকা থেকে পড়ে হাওরের পানিতে নিখোঁজ হয়। খবর পেয়ে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলের গিয়ে উদ্ধার অভিযান চালায়। মিঠামইন হাওরের নবনির্মিত সেনানিবাস এলাকা বলতে পারলেও নৌকা থেকে পড়ে কোথায় নিখোঁজ রয়েছে তা সঠিক বলতে না পারায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বায়েজিদের মামা মাসুদ রানা হৃদয় ঢাকা পোস্টকে জানান, বুধবার বিকেলে মিঠামইন হাওর ভ্রমণ শেষে ফেরার পথে নির্মাণাধীন সেনানিবাসের পাশের নদীতে নৌকা থেকে পড়ে যায় বায়জিদ। এ সময় কিছু একটা শব্দ হয়েছে ভেবে আর খেয়াল করিনি আমরা। খানিকটা দূর যেতেই দেখি নৌকায় বায়েজিদ নেই। পরে সেখান থেকে ফায়ার সার্ভিসকে খবর দেই আমি। কিন্তু নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি বায়জিদের।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশু বায়জিদের সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

এসকে রাসেল/এসকেডি