কুমিল্লায় যাবজ্জীবন সাজা এড়াতে ১০ বছর ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন জাকির হোসেন (৫৫) নামের এক আসামি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সদর দক্ষিণ থানা পুলিশ।

গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় করা ডাকাতি ও হত্যা মামলার রায়ে ২০১১ সালে যাবজ্জীবন সাজা হয় জাকিরের। রায় ঘোষণায় তার সাজা হওয়ার বিষয় আঁচ করতে পেরে তখন থেকেই সাজা এড়াতে আত্মগোপনে চলে যান জাকির। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে ছদ্মবেশ, ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকেন তিনি।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এনএ