দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে শনিবার দুপুরে মরিচ আমদানি শুরু হয়।

ভারতের কোচবিহার থেকে কাঁচা মরিচ আমদানি করছেন বাংলাদেশের আমদানিকারকরা। প্রতি কেজি কাঁচা মরিচে শুল্ক দিতে হচ্ছে ২৮ টাকা।

আমদানিকারকরা জানান, দেশের বাজার স্বাভাবিক রাখতে সরকার অনুমতি দেওয়ার পর আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। আমদানি শুরুর প্রভাবে বাজারে মরিচের দাম কমে আসবে বলে জানান তারা। আমদানি করা এসব কাঁচা মরিচ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রথম দিন ভারতীয় পাঁচ ট্রাকে ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে দেশি কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি কমেছে ২০ টাকা। গতকাল যে দেশি কাঁচা মরিচের কেজি ছিল ২৪০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ২২০ টাকায়। ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমবে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম বলেন, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত বছরের ১০ নভেম্বর থেকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচা মরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রথম দিন ভারতীয় পাঁচটি ট্রাকে ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, আমদানি করা কাঁচা মরিচের শুল্কায়ন দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ফলে ব্যবসায়ীরা সঠিক সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে মরিচ পৌঁছে দিতে পারবেন।

ইমরান আলী সোহাগ/এনএ