রেলওয়ের তেল চুরি করে খোলাবাজারে বিক্রি করার সময় তেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ৯ ড্রামভর্তি ১ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

শনিবার (৬ আগস্ট) ভোর ৫টায় ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেপুর গ্রামে রেললাইনের পাশের দক্ষিণখান নামে একটি বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আবু তাহের ও আবদুর রহিম।

পুলিশ সূত্রে জানা যায়, শর্শদি রেলস্টেশন থেকে একটি গাড়িতে করে তারা ডিজেল চুরি করে খোলাবাজারে বিক্রি করার পরিকল্পনা করছিল।

ফেনীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, তারা দীর্ঘদিন ধরে সরকারি তেল চুরি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রেলওয়ের তেল চুরির পেছনে বড় একটি সিন্ডিকেট কাজ করছে দীর্ঘদিন ধরে। আমরা জড়িত অন্যদের আটকের চেষ্টা করছি।

এনএ