কিশোরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান
কম তেল দেওয়ায় দুই স্টেশনকে তিন লাখ টাকা জরিমানা
জ্বালানি তেলের মাপে কারচুপির অভিযোগে কিশোরগঞ্জের দুটি ফিলিং স্টেশনকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৭ আগস্ট) সদরের পাবইকান্দি এলাকায় হিমু ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা এবং গোল্ডেন অয়েল অ্যান্ড ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে সদেরর বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, অভিযানকালে হিমু ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপ করা হয়। এসময় প্রতি পাঁচ লিটারে পেট্রোল ২২০ মিলি লিটার, অকটেন ৮০ মিলি লিটার ও ডিজেল ৫০ মিলি লিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে।
বিজ্ঞাপন
অন্যদিকে গোল্ডেন অয়েল কোং অ্যান্ড ফিলিং স্টেশনে পেট্রোল প্রতি পাঁচ লিটারে ৩৭০ মিলি লিটার, অকটেন ৩৭০ মিলি লিটার ভোক্তাদের কম দেওয়া হচ্ছে।
প্রতিশ্রুত পরিমাণ অপেক্ষা কম পরিমাণে পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহ তথা মাপে কারচুপির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী হিমু ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা এবং গোল্ডেন অয়েল কোং অ্যান্ড ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সহযোগিতা করে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এবং জেলা পুলিশের উপপরিদর্শক বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল।
এ ছাড়া জামান ফিলিং স্টেশন ও বৈশাখী ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়। সেগুলোতে কোনো অসংগতি পরিলক্ষিত হয়নি বলে ভোক্তা অধিকারের এই কর্মকর্তা জানান।
এসকে রাসেল/এনএ