শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ও আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান বিষয়ক সেমিনার শরীয়তপুরের 'এক মুঠো বিজ্ঞান' বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক অণুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। সম্প্রতি সকাল ১১টায় আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অণুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা অণুবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবিহা বুশরা আমাদের মেইল পাঠান বিজ্ঞান বিষয়ে। তার সঙ্গে কথা বলে ও শিক্ষার্থীদের আগ্রহ দেখে তাদের সঙ্গে কথা বলার জন্য আসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের অফিস এক্সিকিউটিভ মো. মনিমুল হাসান খান, মাইক্রোবায়োলজিস্ট ও সায়েন্স কমিউনিকেটরের নাজিফা তাবাসসুম, আণবিক জীব বিজ্ঞানী এবং বিজ্ঞান যোগাযোগকারী জাসিয়া মোমতাহেনা হাফসা, সমিতির হাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুন-অর-রশিদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল।

সৈয়দ মেহেদী হাসান/আরআই