টাঙ্গাই‌লে চলন্ত বা‌সে ডাকা‌তি ও ধর্ষণের ঘটনায় ৬ জ‌নের তিন‌ দিন ক‌রে রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। এ ছাড়া গ্রেপ্তার আ‌রও চারজন আদালতে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দি‌য়ে‌ছে।
 
মঙ্গলবার (৯ আগস্ট) বি‌কে‌লে আসামিদের ৭‌ দি‌নের রিমান্ড চে‌য়ে আদাল‌তে পাঠালে আদাল‌তের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাত ৬ জ‌নের তিন দিন করে রিমান্ড মঞ্জুর ক‌রেন। এ ছাড়া তিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদাল‌তে চারজন জবানব‌ন্দি দি‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কোর্ট ইন্স‌পেক্টর মো. তানভীর আহ‌মেদ। 

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন ঘটনার মূল পরিকল্পনাকারী রতন, মান্নান, জীবন, দ্বীপ, বাবু ও সোহাগ। এ ছাড়া বাকি চারজন আসামি আসলাম, রাসেল, আলাউদ্দিন, নাইম ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিবেন।

আদালতের পরিদর্শক তানবীর আহমেদ জানান, বিকেলে তাদেরকে আদালতে আনা হলে আদালত ৬ জনের ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়। বিচারক তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আ‌গে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত (ডিবি উত্তর) কর্মকর্তা মো. হেলাল উদ্দিন সোমবার রাতে নিরাপত্তার ম‌ধ্যে দি‌য়ে তাদের ঢাকা থেকে টাঙ্গাইল নিয়ে আ‌সে। 

অভিজিৎ ঘোষ/আরআই