জেলার ম্যাপ

খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের আটকের অভিযোগ তুলেছে দলটি। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আটক হওয়া নেতাকর্মীরা হলেন, সোনাডাঙ্গা থানার আব্দুল মজিদ, বাশির হোসেন, শাহাদাৎ হোসেন বাবলু, মো. সুমন, শাহাজাহান শেখ ও ইউনুচ মুন্সি, খালিশপুর থানার মিজানুর রহমান খোকন, দৌলতপুর থানার হায়দার আলী লাবু, খানজাহান আলী থানার শাহরিয়ার মাসুম ও শেখ জিয়াউর রহমান, ১৬ নম্বর ওয়ার্ডের হারুন মোল্যা, ১৮ নম্বর ওয়ার্ডের মোল্যা জাকির হোসেন ও গফ্ফার বিশ্বাস, ২৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ২৮ নম্বর ওয়ার্ডের মাসুদ খান বাদল, ২৯ নম্বর ওয়ার্ডের কবির বিশ্বাস, ৩১ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান টুকু, বাবুল হোসেন ও আসাদুজ্জামান, ছাত্রদলের শামীম আশরাফ, যুবদলের আলাউদ্দিন।

এদিকে বিএনপির সমাবেশ বানচাল করার লক্ষ্যে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে, এমন অভিযোগ করে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।

খুলনা মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার খুলনায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে নগরীতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ।  

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না। নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করে থাকে। যদি কেউ আটক হয়, তবে তিনি অবশ্যই নিয়মিত মামলার আসামি। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশের এ ধরনের ধরপাকড়ে মোটেই আতঙ্কগ্রস্ত নয় বিএনপি; তবে নেতাকর্মীদের পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ মোটেই কাম্য নয়। শান্তিপূর্ণ সমাবেশ করার লক্ষ্যে যখন আমরা কাজ করছি তখনই পুলিশি অভিযান, গ্রেপ্তার প্রমাণ করে সরকার কতটা দেউলিয়া হয়ে গেছে। অবিলম্বে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তি ও ধরপাকড় বন্ধের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতি দেওয়া নেতৃবৃন্দ হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, অ্যাড. বজলুর রহমান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, অ্যাড. এস আর ফারুক, সিরাজুল ইসলাম, অ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

মোহাম্মদ মিলন/এসপি