কুমিল্লায় বাবা-মায়ের ঝগড়া থামাতে ব্যর্থ হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে ছেলে লিমনের (১৭) বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ছুরিকাঘাতে আহত বাবা জুলহাস মোল্লা (৪০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

গত রোববার (৭ আগস্ট) জেলার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা মোল্লা বাড়িতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত জুলহাস মোল্লা মুড়িয়ারা গ্রামের মোল্লা বাড়ির মৃত আব্দুল হালিম মোল্লার ছোট ছেলে। 

শুক্রবার (১২ আগস্ট) সকালে চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার মুড়িয়ারা মোল্লা বাড়ির জুলহাস মোল্লা ও তার স্ত্রী রূপা আক্তারের মধ্যে ঝগড়া হয়। ওই দম্পতির একমাত্র ছেলে লিমন তাদের ঝগড়া থামাতে বারবার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে একপর্যায়ে লিমন তার বাবা জুলহাস মোল্লার পেটে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে মারা যান জুলহাস। ঘটনার পর থেকে ছেলে লিমন পলাতক রয়েছে। 

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনা এতদিন আমাদের কেউ জানায়নি। শুক্রবার সকালে ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ তদন্ত করছে। পরে বিস্তারিত জানাব। 

আরএআর