ফেনীতে আগুনে হেলে পড়েছে তিনতলা ভবনের শেড
ফেনীতে স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনতলা ভবনের একটি শেড হেলে পড়েছে
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার কাশিমপুর স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনতলা ভবনের একটি শেড হেলে পড়েছে। এছাড়া পাঁচটি শেড পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে স্টার লাইন ফুড প্রোডাক্ট কারখানার প্যাকেজিং থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের কয়েকটি কারখানার শেডে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক মো.জাফর উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ৩০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকার শুকনো খাবার ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে।
স্টার লাইন ফুড প্রোডাক্ট কারখানার বিস্কুট, চানাচুর, বার্গার, পেস্টি, মিষ্টিসহ প্রায় শতাধিক আইটেমের খাদ্য সামগ্রী তৈরি করা হত। কারখানায় সব ধরনের কনজ্যুমার আইটেমের পাশাপাশি মিনারেল ওয়াটার প্রক্রিয়াজাত করা হত। কারখানায় অন্তত দেড় হাজার শ্রমিক কাজ করে। আগুন লাগার সময় প্রায় ৮ শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি।
বিজ্ঞাপন
ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, কাশিমপুরে অবস্থিত স্টার লাইন ফুড কারখানার প্যাকেজিং (কার্টন শেড) থেকে রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনলেও সকাল ৮টা পর্যন্ত ৯টি ইউনিট আগুন পুরোপুরি নিষ্ক্রিয় করতে কাজ করে। আগুনে কারখানার তিনতলা ভবনের একটি শেড হেলে পড়েছে।
হোসাইন আরমান/এসপি