তৃতীয় বার সেরা রিপোর্টের পুরস্কার পেলেন ঢাকা পোস্টের ফারুক
রংপুরে ‘সপ্তাহের সেরা রিপোর্ট’ প্রতিযোগিতার ১৪তম সপ্তাহে পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক। গত ১০ আগস্ট ঢাকা পোস্টে ‘রংপুরে অপরিকল্পিত নগরায়ন, যত্রতত্র গড়ে উঠেছে ভবন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি ‘সপ্তাহের সেরা রিপোর্ট’ এর পুরস্কার অর্জন করেন।
রোববার (১৪ আগস্ট) রাত ৯ টায় রিপোর্টার্স ক্লাবের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে সেরা রিপোর্টের জন্য ফরহাদুজ্জামান ফারুকের হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা। একই প্রতিযোগিতায় ভিজুয়্যাল ক্যাটাগরিতে সিটি নিউজ ঢাকার রংপুর ব্যুরো হাসান আল সাকিবও পুরস্কার পেয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জমা দেওয়া রিপোর্ট থেকে ঢাকা পোস্টে প্রকাশিত ‘রংপুরে অপরিকল্পিত নগরায়ন, যত্রতত্র গড়ে উঠেছে ভবন’ এবং সিটি নিউজ ঢাকায় প্রচারিত ‘রংপুরে অফিস সহকারী পদে ঘুষ নিয়ে ভূয়া নিয়োগ : টাকা নেওয়ার ভিডিও ভাইরাল’ প্রতিবেদনটি সপ্তাহের সেরা রিপোর্টের জন্য জুরি বোর্ড নির্বাচিত করেন।
রিপোর্টিংয়ের মানোন্নয়নে এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে রিপোর্টারের মধ্যে আগ্রহ সৃষ্টির প্রয়াস থেকে রিপোর্টার্স ক্লাব রংপুর এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রংপুর জেলা প্রতিযোগিতার এই উদ্যোগ গ্রহণ করেছে। এতে জেলার বিভিন্ন বয়সী তরুণ ও বয়স্ক সংবাদকর্মী অংশ নিচ্ছেন। এ সপ্তাহে নিজেদের রিপোর্ট সেরা হিসেবে স্থান পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ীরা।
বিজ্ঞাপন
জুরি বোর্ডের সদস্যরা হলেন- রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, সময় টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকার, একাত্তর টিভির বিভাগীয় প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ ও বিএমএসএফ এর রংপুর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা।
জুরি বোর্ড ও সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফের এই উদ্যোগ গণমাধ্যমের নবীন কর্মীদের পেশাগত উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশে নিজেদের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
এর আগে চলতি বছরের গত ৫ জুন ঢাকা পোস্টে ‘তোমরা আমাকে বাঁচাও, আমি তোমাদের শ্যামা’ এবং ১৭ মে ‘মেয়র-কাউন্সিলর হামার লোক, তাও ব্রিজের কাম শ্যাষ হয় না’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য ফরহাদুজ্জামান ফারুক সপ্তাহের সেরা রিপোর্টের পুরস্কার অর্জন করেন।
ফরহাদুজ্জামান ফারুক/এসপি