টাঙ্গাইলে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে কলেজছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের ঘটনায় বাদল মিয়া (৪৫) নামের ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে এক বছরের আদেশ দেন।
মঙ্গলবার বিকেলে (১৬ আগস্ট) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন।
বিজ্ঞাপন
তবে সখীপুর উপজেলার রতনপুর গ্রামের দরবেশ আলীর ছেলে দণ্ডিত বাদল মিয়া আদালত থেকে জামিন নেওয়ার পর থেকেই পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে আজ এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
বিজ্ঞাপন
তিনি জানান, সখীপুরের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বাদল মিয়া ২০১৭ সালের ১১ জানুয়ারি ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান। পরে তাকে পরিত্যক্ত একটি ঘরে আটকে রাখেন। ওই ঘরে ছয় মাস আটকে রেখে তাকে ধর্ষণ করতেন প্রতিনিয়ত। ওই বছরের ২৯ জুলাই ওই ছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ঘর থেকে উদ্ধার করা হয়।
পরে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে সখীপুর থানায় বাদল মিয়াকে আসামি করে মামলা করেন। বাদল মিয়া গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম ২০১৮ সালের ১ জুন বাদল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেন। আদালত আজ এ রায় ঘোষণা করেন।
অভিজিৎ ঘোষ/এনএ