ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার মিছিলে ককটেল হামলায় ছাত্রলীগের দুই নেতা আহত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নায়ার কবিরের সমর্থনে বের করা মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের মেড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। 

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক মো. রাব্বি ও শহর ছাত্রলীগ নেতা মো. সাব্বির। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নায়ার কবিরের সমর্থনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে কিছু দূর যেতেই পরপর চারটি ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিস্ফোরণ হয়। এতে ছাত্রলীগের দুই নেতা আহত হন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ অভিযোগ করেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়ার লোকজন মিছিলে ককটেল হামলা চালিয়েছেন। এতে ছাত্রলীগের দুই নেতা আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। দুটির বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজিজুল সঞ্চয়/এএম