হ্যান্ডকাপ খুলে থানা থেকে আসামির দৌড়, ধরতে পারেনি র্যাব-পুলিশ
পলাতক জাকির হোসেন
সাতক্ষীরার দেবহাটা থানা থেকে হ্যান্ডকাপ খুলে দৌড়ে পালিয়েছেন জাকির হোসেন নামের এক মাদক মামলার আসামি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
পলাতক জাকির হোসেন (৩২) দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে র্যাব ও পুলিশ।
বিজ্ঞাপন
সাতক্ষীরা র্যাব-৬-এর কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় দেবহাটার পারুলিয়া থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে জাকিরকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য দেবহাটা থানায় নিয়ে যাওয়া হয়।
থানার ডিউটি অফিসারের কক্ষের জানালার সঙ্গে জাকিরের হ্যান্ডকাপ লাগিয়ে র্যাব ও পুলিশ সদস্যরা হস্তান্তর প্রক্রিয়ার কাগজপত্র প্রস্তুত করছিলেন। এ সুযোগে হ্যান্ডকাপ খুলে দৌড়ে থানা থেকে পালিয়ে যান জাকির।
বিজ্ঞাপন
মিজানুর রহমান বলেন, র্যাব ও পুলিশ সদস্যরা পেছনে পেছনে দৌড়েও জাকিরকে ধরতে পারেননি। হ্যান্ডকাপে ত্রুটি থাকায় এমন ঘটনা ঘটেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, হ্যান্ডকাপে ত্রুটি থাকায় পুলিশের হাতে হস্তান্তরের আগেই জাকির পালিয়ে গেছেন। সিসি ক্যামেরায় দেখা যায় থানায় আনার আট মিনিট পরই পালিয়ে যান জাকির। তাকে ধরতে অভিযান চালাচ্ছে র্যাব ও পুলিশ।
আকরামুল ইসলাম/এএম