পথ হারানো ২ শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ
পথ হারানো দুই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। মায়ের সঙ্গে চিকিৎসার উদ্দেশে রাজশাহী নগরীতে এসে হারিয়ে গিয়েছিল তারা।
উদ্ধার হওয়া দুই শিশু হলো- ৭ বছরের উম্মে হাবিবা ও ৩ বছর বয়সী আদিয়া। তারা চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে।
বিজ্ঞাপন
গত শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে চিকিৎসার উদ্দেশ্যে মা নাজনীন আক্তারের সঙ্গে রাজশাহীতে এসেছিল তারা। সন্ধ্যার দিকে পথ হারিয়ে নগরীর ঝাউতলা মোড়ে দাঁড়িয়ে তারা কান্নাকাটি করছিল। পরে নগর গোয়েন্দা পুলিশের একটি টহল দল তাদের উদ্ধার করে। ওই রাতেই তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, কান্নারত দুই শিশুকে উদ্ধার করে পুলিশ। ওই সময় তারা নিজেদের নাম-পরিচয় জানাতে পারেনি। পরে ডিবি কার্যালয়ে নেওয়ার পর তারা নিজেদের নাম-পরিচয় জানায়। রাজশাহীতে আসার উদ্দেশ্য জানায় পুলিশকে।
বিজ্ঞাপন
পরে মায়ের সন্ধানে নামে পুলিশ। বিষয়টি নগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়। জানানো হয় নগরীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে।
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও নিজ দায়িত্বে প্রচারণা চালায়। এক পর্যায়ে নগরীর একটি ক্লিনিকের সামনে শিশু দুটির মাকে কান্নারত অবস্থায় পায় পুলিশ। পরে মায়ের কোলে শিশুদের তুলে দেয় পুলিশ।
শিশু দুইটির মা নাজনীন আক্তার জানান, ওই দিন তিনি মায়ের চিকিৎসার জন্য রাজশাহীর একটি ক্লিনিকে নিয়ে আসেন। সঙ্গে দুই শিশুকন্যা ছিল।
ক্লিনিকের এক পরিচিত ব্যক্তি শিশুদের বাইরে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দেন। পরে বাচ্চাদের ক্লিনিকে রেখেও আসেন। পরে তারা নিজেরাই বেরিয়ে গিয়ে পথ হারিয়ে ফেলে।
চিকিৎসা শেষে বেরিয়ে তিনি সন্তানদের খুঁজে পাচ্ছিলেন না। পুলিশের সহায়তায় পিতৃহারা সন্তানদের ফিরে পেয়ে আবেগাপ্লুত তিনি। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফেরদৌস সিদ্দিকী/আরআই