রক্তদান করে মেয়ের জন্মদিন উদযাপন করলেন বাবা
সন্তানের জন্মদিনে সব বাবা-মা চমকপ্রদ আয়োজন করে থাকেন। তাদের মুখে হাসি ফোটাতে পছন্দের উপহার দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ময়মনসিংহের বাঘমারা এলাকার বাসিন্দা সানোয়ার হোসেন। একমাত্র মেয়ে তাসমিয়া তাসনিম নাইসার জন্মদিনে রক্তদান করে দিনটি উদযাপন করেছেন তিনি। রক্তদানকে পারিবারিকভাবে উৎসাহিত করতেই তার এই উদ্যোগ।
সোমবার (২২ আগস্ট) বিকেলে ময়মনসিংহ ব্লাড ব্যাংক আন্ড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদান করেন সানোয়ার হোসেন। এ নিয়ে তিনি ৬৭ বারের মতো রক্তদান করলেন। তার রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’।
বিজ্ঞাপন
সানোয়ার হোসেন রক্তদান শুরু করেন ২০০২ সালে। এক বন্ধুর সঙ্গে ঢাকার একটি রক্তদাতা সংগঠনের মাধ্যমে তখন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রথমবার বন্ধুর কিছুটা পীড়াপিড়ি থাকলেও তারপর প্রতিবারই রক্ত দিয়েছেন স্বেচ্ছায়। ৬৭ বার রক্তদান করা সানোয়ার এখন রক্তদানে শতক পূর্ণ করার স্বপ্ন দেখছেন।
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সানোয়ারের মানবসেবার বিষয়টি এখন ময়মনসিংহে স্বীকৃত। তিনি নিজে রক্তদানের পাশাপাশি অসংখ্য তরুণ-তরুণীকে রক্তদানে উদ্বুদ্ধ করেছেন। একইসঙ্গে তাদের যুক্ত করছেন মানবসেবামূলক কাজে। ময়মনসিংহের অন্যতম বৃহৎ রক্তদাতা সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বিজ্ঞাপন
উবায়দুল হক/এসপি