জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৩ বছর এবং আরেক জনের ১৪ বছর। তাদের দুজনের বাড়ি পাঁচবিবি উপজেলার একটি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট সকালে পাঁচ বছরের ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে খাবার জিনিস কিনতে গিয়েছিল। সেখান থেকে দুই কিশোর তাকে ফুসলিয়ে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই কিশোর শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে বিষয়টি মাকে জানায়। 

এরপর স্বজনেরা শিশুটিকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসাপাতালে স্থানান্তর করা হয়। শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে। 

এ ঘটনায় দুই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ওই ঘটনার পর দুই কিশোর এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে ছিল। আজ  তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত দুই কিশোর পলাতক ছিল। বুধবার সকালে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে ধর্ষণের কথা পুলিশের কাছে তারা স্বীকার করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাদের দুজনকে আদালতে নেওয়া হয়েছে।

চম্পক কুমার/আরআই