ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া দলীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ ছিলেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও তাঁতী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি শেষে নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় পুলিশি বাধা উপেক্ষা করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল হয় চৌরাস্তায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সভায় বক্তব্য প্রদান শুরু করেন নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে, সভায় স্থানীয় এমপিকে কটাক্ষ করে বক্তব্য দিলে হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির শেষ পর্যায়ে আওয়ামী লীগ ও পুলিশ যৌথভাবে আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা দলীয় কার্যালয়ের ভেতর অবস্থান নিলে বাইরে সভাস্থল ভাঙচুর করে তারা। 

আমরা জেলার শীর্ষ নেতা-কর্মীরা প্রায় ২ ঘণ্টা ধরে অবরুদ্ধ আছি। দলীয় কার্যালয়ের ভেতরে দরজা ভেঙে কয়েকবার আমাদের ওপর হামলা করার চেষ্টা করেছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, বিএনপির উস্কানিমূলক বক্তব্য প্রদানের সময় আওয়ামী লীগ ও তাদের লোকজন হামলা চালায়। পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পরিবেশ শান্ত হলে দলীয় কার্যালয়ের ভেতর অবরুদ্ধ থাকা বিএনপির নেতা-কর্মীদের উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে পাঠিয়ে দেয় পুলিশ।

এম এ সামাদ/আরআই