লালমোহনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের কৃষি ও কৃষক বাঁচাতে এ খাতে ব্যাপক ভর্তুকি দিয়েছে সরকার। বিএনপি-জামায়াত সরকারের সময় সার দাবি করায় প্রাণ দিতে হয়েছিল কৃষকদের। আর আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকের দ্বারে দ্বারে বিনামূল্যের সার ও বীজ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘কৃষক প্রশিক্ষণ কেন্দ্র’ ও প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার, কৃষিবান্ধব সরকার। আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখন কৃষি-কৃষক ও দেশের উন্নয়ন হয়। স্বল্প ভূমির দেশে কৃষকদের যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়ার ফলে বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্ত রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।

রাকিব উদ্দিন অমি/এমএসআর