সূর্য খানিকটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। তবে তখনও কমেনি রোদের তেজ। ঘড়ির কাঁটা ৩টার ঘরে। ঝকঝকে শরতের নীল আকাশে মন খারাপ করে ওড়ে বেড়াচ্ছে মেঘের দল। মন ভালো নেই ব্রহ্মপুত্রেরও। বইছে না বাতাস। ব্রহ্মপুত্রের পাড়ে খোলা মঞ্চে জড়ো হওয়া সবার মুখই ভার। এক আতঙ্কের ছাপ সকলের চোখে-মুখে। সাদা-কালো ফেস্টুনগুলোও দাঁড়িয়ে আছে চুপচাপ, কিন্তু তাতে লেখা আত্মহত্যাবিরোধী কথাগুলো নাড়িয়ে দিচ্ছিল বিবেক। 

আত্মহত্যা বিষয়ক আয়োজন ‘আলোর মুখোমুখি’ শুনতে আসেন নানা বয়সী মানুষ। শুক্রবার (২৬ আগস্ট) ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানে ব্যতিক্রমী আয়োজনটি করে ‘প্রেরক’ নামে একটি সামাজিক সংগঠন। 

আলোর মুখোমুখি অনুষ্ঠানটি আয়োজনের খবর কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। শুক্রবার সেই আয়োজনে পার্ক চত্বরজুড়ে ফেস্টুনে ছিল আত্মহত্যাবিরোধী বিভিন্ন স্লোগান। ‘সন্তানকে সময় দেওয়ার মতো সুন্দর সময় আর নাই’, ‘জীবনযুদ্ধে ভয় নয়, আত্মহত্যা আর নয়’, ‘আত্মহত্যা প্রতিরোধে সবাই দাঁড়াই এক সাথে’, ‘শুধু মোবাইল নয় মাঠে যাই’, ‘নিজের সাথে নিজে চিন্তায় বসো’-এমন নানা স্লোগানে চোখ আটকে যায়। 

কবি ও সংগঠক শামীম আশরাফের সঞ্চালনায় আত্মহত্যাবিরোধী আলোচনায় অংশ নেন গুণীজনরা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রেরণার গান শোনায় হীরক আর জুনায়েদ আনসারীর দল।

এ সময় কথা বলেন কমিউনিটিভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মির্জা মানজুরুল হক, লেখক ও ছড়াকার স্বপন ধর, কবি, নাট্যকার ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল, ময়মনসিংহ চাইন্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারহানা রিশাদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক মফিজুর নূর খোকা, ইসলামি শিক্ষাবিদ ও লেখক লাবিব আব্দুল্লাহ, দুর্গাবাড়ি ধর্মসভার প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য, সমাজকর্মী ও তরুণ সংগঠক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, আব্দুল্লাহ আল জুবায়ের, মমিনুর রহমান প্লাবন, আতিফ আসাদ, কাব্য সুমি সরকার, ঢাকা পোস্টের ময়মনসিংহ প্রতিনিধি উবায়দুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুবাহ নাশিতা ফারিহাতসহ আরও অনেকেই। 

প্রেরকের প্রতিষ্ঠাতা শফিক আহমেদ ভুইয়া বলেন, দেশে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এটা প্রতিরোধে প্রয়োজন গণসচেতনতা। এ আয়োজনে শিশু-কিশোর, অভিভাবকসহ সব বয়সী মানুষ অংশগ্রহণ করেছে। সমাজের আলোকিত মানুষদের মাধ্যমে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি ও প্রেরণামূলক বার্তা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। সারা দেশে কলেজ, বিশ্ববিদ্যালয় ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা এই ক্যাম্পেইন করে যাচ্ছি।

উবায়দুল হক/এসপি