বগুড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর বটির আঘাতে স্বামী শহিদুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী খাদিজা বেগমকে (৪৩) ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৮ আগস্ট) বিকেলে বগুড়া দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই রায় দেন। 

সাজাপ্রাপ্ত খাদিজা বেগম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোচপুকুর গ্রামের হাফিজার রহমানের মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন।

মামলা সূত্রে জানা যায়, খাদিজা বেগম সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখান থেকে ফিরে এসে স্বামীর সঙ্গে সংসার করছিলেন। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে স্বামীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে স্বামী শহিদুল ইসলামকে আঘাত করেন। পরে বাড়ির লোকজন শহিদুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ওই দিন রাত সোয়া ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে শহিদুল ইসলামের মা সাইজান বিবি লোকজনের সহযোগিতায় খাদিজাকে পুলিশে সোপর্দ করেন এবং বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এসপি