বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশকে জানা হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক, সমার্থক ও অভিন্ন। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। 

সোমবার (২৯ আগস্ট) রাজশাহীতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিট কমান্ড। সভায় নগরীর বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সভায় খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু একজন মহানায়ক। তাইতো আমরা তাকে শুধু হাজার বছরের বাঙালি নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে অভিহিত করি, বিশ্ববাসীও আখ্যায়িত করেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশকে গড়ার মাত্র ৩ বছর ৮ মাস সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। এই অল্প সময়ের মধ্যেই দেশকে গড়ার বিভিন্ন কাজের সূচনা করেছিলেন তিনি। 

একসঙ্গে প্রায় ৩৭ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ করেন। শেল কোম্পানির কাছ থেকে বিভিন্ন গ্যাসক্ষেত্র ক্রয় করেন বঙ্গবন্ধু। সেই গ্যাসক্ষেত্রগুলো থেকে এখনো গ্যাসের জোগান পাচ্ছি। কমিশন গঠন করে জাতির জনকের হত্যার বিচার দাবি করেন খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, কারা কারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি এবং কারা সুফলভোগী তাদের খুঁজে বের করতে হবে। 

বঙ্গবন্ধু হত্যায় দেশীয় এজেন্টদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন এক নম্বর। জিয়াউর রহমান ও তার পরিবার ছাড়া আরও অনেক সুফলভোগী আছে। তাদের খুঁজে বের করতে হবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর নুরুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুননেসা তালুকদার, কবিকুঞ্জ, রাজশাহীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল, গেরিলা বাহিনী, ছাত্র ইউনিয়ন, ন্যাপ কমিউনিস্ট পার্টি, রাজশাহী জেলার সমন্বয়ক বীর মুুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইদুল ইসলাম। 

সভা সঞ্চালনা করেন সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধ ৭১, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।

ফেরদৌস সিদ্দিকী/আরআই