সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা

সাভারে জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সাভারের হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের ঋষিপাড়া এলাকায় সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন কিউ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত তিন মাসের বেতন পাবে ৫৫০ জন শ্রমিক। ২৫ ফেব্রুয়ারি বেতন পরিশোধ করার কথা থাকলে তিনদিন ধরে কর্তৃপক্ষের কোনো লোক কারখানায় আসছেন না।

আন্দোলনরত শ্রমিক আবু বক্কর ঢাকা পোস্টকে বলেন, আমরা তিন মাস ধরে ঘর ভাড়া ও দোকান বিল দিতে পারছি না। প্রতিনিয়ত বাড়ির মালিক বকাঝকা করছেন। দোকান মালিকরা আর বাকিতে বাজার দিচ্ছে না। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

শ্রমিক নাসিম বলেন, তিন মাস ধরে বেতন দিচ্ছি বলে মালিক পক্ষ আমাদের ঘুরাচ্ছেন। আমরা আমাদের শ্রমের মূল্য চাই। দুই বেলা দুমুঠো খাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করি। তারপরও আমাদের বাড়িওয়ালার কাছে অপমানিত হতে হয়। আমরা মালিক পক্ষের আর আশ্বাস চাই না। বেতন পরিশোধ না করা পর্যন্ত রাস্তায় থাকব।

কারখানা কর্তৃপক্ষ জানান, কাজের অর্ডার কম থাকায় এবং মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হচ্ছে না। তাই বেতন দিতে সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে কারখানার জেনারেল ম্যানেজার সেলিম আহমেদ বলেন, সড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে যাচ্ছি। পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

ঘটনাস্থলে শিল্প পুলিশের সিনিয়র এএসপি আবু জাফরসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মাহিদুল মাহিদ/এসপি