‘দেশের বিরুদ্ধে চক্রান্ত হলে প্রথম হয় ছাত্রলীগের বিরুদ্ধে’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যখন চক্রান্ত করা হয়, তখন প্রথম চক্রান্ত করা হয় ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগের যে কোনো পর্যায়ের একজন নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য নাম সর্বস্ব বড় বড় পত্রিকা-মিডিয়া হাউস ছাত্রলীগকে টার্গেট করে। কারণ বাংলাদেশের বিপর্যয়ে ছাত্রলীগই প্রথম ঝাঁপিয়ে পড়ে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (৩১ আগস্ট) দুপুরে মাগুরা জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ছাত্রলীগের ইতিহাস লড়াই-সংগ্রামের ইতিহাস। এ কারণে ছাত্রলীগকে এ সকল অপপ্রচার মেনে নিয়ে মাঠে থাকতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালো রাখার জন্য, বাংলাদেশকে ভালো রাখার জন্য।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের নেতা শাখারুল ইসলাম শাকিল, রাশেদ মাহমুদ শাহীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন
অপূর্ব কুমার মিত্র/আরএআর