সাভারে যুবদল নেতার মিলাদ মাহফিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আটক করা হয়েছে বিএনপির অন্তত ২০ জন নেতা-কর্মীকে।।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে সাভারের ছায়াবিথি এলাকার বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার খোরশেদের বাড়িসংলগ্ন এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আহতদের মধ্যে তিনজন পুলিশ নিশ্চিত হওয়া গেলেও তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। একই সঙ্গে আটকদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, তাদের মাহফিলকে কেন্দ্র করে সড়ক বন্ধ হয়ে যায়। সাভার মডেল থানা পুলিশ সড়ক ক্লিয়ার করতে গেলে তারা পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হন। এ সময় দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, আমাদের পুলিশকে লক্ষ করে তারা ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা তিনজনকে আটক করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

মাহিদুল মাহিদ/আরআই