বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠিকভাবে দায়িত্ব পালন না করায় তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা অফিস। তিন কার্যদিবসের মধ্যে তাদের এ সংক্রান্ত ব্যাখ্যা দিতে হবে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত।

তিনি বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদ এবং স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষকমণ্ডলী সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ‘ছাত্র লাগবে না, টেবিল পড়ালেও বেতন বন্ধ নাই’ শিরোনামে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৭৮নং দক্ষিণপূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ১ সেপ্টেম্বর সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় ঢাকা পোস্টে। এরপরই নড়েচড়ে বসে শিক্ষা প্রশাসন। সংবাদে শিক্ষকদের অনুপস্থিতি, স্কুলের বিদ্যুৎ ব্যবহার করে রান্না করা এবং মানোন্নয়নে কাজ না করার অভিযোগ করেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস