জননিরাপত্তা ও জনস্বাচ্ছন্দ্য নিশ্চিতে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি হিমু আড্ডার সামনে থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, জয়নুল আবেদিন পার্ক হচ্ছে ময়মনসিংহের ফুসফুস। প্রতিদিন অসংখ্য বিনোদন পিপাসু এখানে আসেন। তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব মো. আমিনুল ইসলাম জাহাঙ্গীর, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উবায়দুল হক/আরআই