ময়মনসিংহকে বলা হয় শিক্ষা ও সংস্কৃতির নগরী। এ জেলায় রয়েছে ছোট-বড় ১০০টি সাংস্কৃতিক সংগঠন। গান-নৃত্য-নাটক ও আবৃত্তি চর্চার মাধ্যমে তারা ফুটিয়ে তোলেন ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্য। কিন্তু নানান সীমাবদ্ধতা, পৃষ্টপোষকতার অভাব, আর্থিক দৈন্য, নিবেদিত প্রাণ সংগঠকের অভাব, মঞ্চ সমস্যাসহ নানা কারণে দিনদিনই হারিয়ে যাচ্ছে বেশিরভাগ সাংস্কৃতিক সংগঠন। দুই-একটি যাও অস্থায়ী কার্যালয় নিয়ে সংস্কৃতি চর্চার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানেও তারা নানাভাবে হচ্ছে বাধাগ্রস্ত। 

সম্প্রতি ময়মনসিংহ নগরীর কাচারিঘাট এলাকায় অভিযান চালিয়ে কয়েকটির সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সরকারি জায়গা থেকে উচ্ছেদ করা হয়। নোংরা-আবর্জনার স্তুপ অপসারণ করে সাংস্কৃতিক চর্চার জন্য গড়ে তোলা হয়েছিল জেলার সবচেয়ে সক্রিয় নাট্য সংগঠন অনসাম্বল থিয়েটারসহ কয়েকটি সংগঠনের কার্যালয়। অভিযান চালিয়ে সেগুলো ভেঙে ফেলা হলে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। 

উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অভিনব প্রতিবাদ করেছে সংস্কৃতিকর্মীরা। এসময় অনসাম্বল থিয়েটারের ব্যানারে নাট্যকর্মীরা শরীরের জামা খুলে রঙ মেখে শিকল পড়ে খোলা আকাশের নিচে মঞ্চস্থ করে পারফর্মীর আর্ট 'নীলকণ্ঠ'। এতে তারা অনসাম্বল থিয়েটারের নিজস্ব মহড়া কক্ষ ও সাংস্কৃতিক পল্লী গড়ে তোলার দাবি জানান।  

পরে একই দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে স্মারকলিপি পেশ করে সাংস্কৃতিককর্মীরা। 

অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর বলেন, সাংস্কৃতিকপল্লীর দাবিতে আমরা এক বছর আগেও ৪৫টি সংগঠন মিলে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের রেসপন্স পাইনি। এতদিন সংস্কৃতি চর্চার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছিলাম কোথাও ভাড়ায় ঘর পাওয়া যায় কীনা, কিন্তু সাংস্কৃতিক সংগঠনকে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। এজন্য বাধ্য হয়েই কাচারিঘাটে পরিত্যক্ত নোংরা একটি স্থান পরিষ্কার করে ওই স্থানেই মহড়া চালাচ্ছিলাম আমরা। কিন্তু সেই স্থান থেকেও আমাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এখন আমাদের মহড়া করার জন্য আর কোনো জায়গা নেই। যদি আমাদের একটি জায়গা লিজ বা বরাদ্দ দেওয়া না হয় তাহলে আমাদের সাংস্কৃতিক চর্চা বন্ধই হয়ে যাবে। একইসঙ্গে সরকারিভাবে সাংস্কৃতিকপল্লী গড়ে তোলার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, আমরা ইতোমধ্যেই সাংস্কৃতিককর্মীদের কাছ থেকে বিভিন্ন দাবি দাওয়া পেয়েছি। এর মধ্যে অন্যতম হচ্ছে সংস্কৃতি পল্লী করা। যেহেতু সংস্কৃতি প্রতিমন্ত্রী এই ময়মনসিংহেরই বাসিন্দা। আমরা এ দাবিটি নিয়ে তার কাছে যাব। আশা করি তিনি সংস্কৃতিপল্লী গড়ার উদ্যোগ গ্রহণ করবেন। 

উবায়দুল হক/এমএএস