গাজীপুরে আদালত পরিদর্শনে গিয়ে সোমবার সকালে লিগ্যাল এইড অফিসে স্বামী-স্ত্রীর মধ্যে একটি বিরোধ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব।

গাজীপুর লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) সুমাইয়া রহমান জানান, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরীফ মার্কেট এলাকার এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতন ও ভরণপোষণ না করার অভিযোগে গত ৪ সেপ্টেম্বর জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন।

১২ সেপ্টেম্বর বিষয়টির আপস মীমাংসার জন্য গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসে মীমাংসা সভার আয়োজন করা হয়। এদিন কোর্ট পরিদর্শনে আসা বিচারপতি ফাতেমা নজীব ওই সভায় স্বামী-স্ত্রী ও তাদের স্বজনদের উপস্থিতিতে সাতটি শর্তে ওই বিরোধ নিষ্পত্তি করেন। 

মীমাংসা সভায় মামলার বাদী ও বিবাদী আপস-মীমাংসার শর্ত মেনে সাক্ষীদের উপস্থিতিতে নিষ্পত্তি সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। 

এসময় গাজীপুর লিগ্যাল এইড অফিসার সুমাইয়া রহমান, বাদী-বিবাদীর আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শিহাব খান/এমএএস