গৌরীপুর আ.লীগের সভাপতি পপি, সম্পাদক সোমনাথ
দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নিলুফার আনজুম পপিকে সভাপতি ও সোমনাথ সাহাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এই কমিটি অনুমোদন করেন।
এর আগে বুধবার বিকেলে উপজেলার রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
বিজ্ঞাপন
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, সদস্য মি. রেমন্ড আরেং এমপি, ময়মনসিংহ জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু, কৃষি বিষয়ক সম্পাদক ড. এ.কে.এম আব্দুর রফিক, সদস্য নাজনীন আলম, সদস্য নীলুফার আঞ্জুম পপি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস প্রমুখ।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তৎকালীন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) ডা. মজিবুর রহমান ফকিরকে সভাপতি ও বিধু ভূষণ দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।
উবায়দুল হক/এসপি