ইসমাইল হোসেন সুজন

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল হোসেন সুজন (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) ভোরে এ মরদেহ উদ্ধার করা হয়। 

ইসমাইল হোসেন সুজন সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চার বছর ধরে বড়বাড়ি নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছিলেন। চাকরির সুবাদে বাজার গোপালপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে তিন বছর ধরে ভাড়াটিয়া হিসেবে রয়েছেন। ইমাম বুখারী নামে তার ১০ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ইসমাইল হোসেন সুজনের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। হাত-পা বেঁধে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা। 

আব্দুল্লাহ আল মামুন/এসপি