কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি কলোনির দুই শতাধিক বসতঘর পুড়ে ছাই

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি কলোনির দুই শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে পাশাপাশি ২০টি টিনশেড বাড়ি তৈরি করেন কয়েকজন ব্যক্তি। রোববার রাত সাড়ে ৮টার দিকে হুমায়ুন কবিরের কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের ৮টি কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা স্ট্যান্ডার্ড নিটওয়ার কারখানা থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা ব্যর্থ হলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এসপি