মনিরুল ইসলাম

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দিয়েছেন মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি। ঘটনাটি রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর শহরে ঘটেছে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়ায় পুলিশ পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মনিরুল ইসলাম শহরের শেখহাটি গ্রামের দক্ষিণপাড়ার আবু জেহের শেখের ছেলে। পুলিশের ভাষ্য মতে, মনিরুলের বিরুদ্ধে একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টা থেকে মনিরুল ইসলাম যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উত্তর গেটে চায়ের দোকানের সামনে বসেছিলেন। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল ইমরান আদালত থেকে ওই পথে হেঁটে যাচ্ছিলেন। 

এ সময় পুলিশ দেখে মনিরুল ইসলাম আদালতের উত্তর পাশের পকেট গেট পার হয়ে জেলা নির্বাচন অফিসের সামনে যান। পুলিশ সেখানে গেলে মনিরুল মাথায় হেলমেট পড়ে কালেক্টরেট পুকুরে ঝাঁপ দেন। পুকুরের মাঝামাঝি স্থানে গিয়ে মনিরুল শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। 

পরে তাকে বুঝিয়ে পুলিশ পুকুরের পশ্চিম তীরে নিয়ে আসেন। কিন্তু এরই মধ্যে মনিরুলের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক সামস বলেন, রোগীর অবস্থা খুবই খারাপ। তিনি স্ট্রোক করেছেন। বেশ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মনিরুল ইসলামের বিরুদ্ধে দুইটি মাদক ও একটি মারামারিসহ তিনটি মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি পুলিশ দেখে পানিতে ঝাঁপ দেন।

জাহিদ হাসান/এসপি