গুরুদাসপুরে সাত বছরের সন্তানসহ নিখোঁজ হয়েছেন প্রবাসীর স্ত্রী

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের সন্তানসহ নিখোঁজ হয়েছেন প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী স্বামী। একই সঙ্গে স্ত্রী-সন্তানকে খুঁজে পেতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

২৫ ফেব্রুয়ারি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী-সন্তান নিখোঁজ হন। সোমবার (০১ মার্চ) প্রবাসী মো. আবুল বাশার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে মাঝপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে আবুল বাশারের (৩২) সঙ্গে তাড়াশ উপজেলার মাগুরা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে চম্পা খাতুনের (২৫) বিয়ে হয়। বিয়ের চার মাস পর স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার। এরই মধ্যে তাদের পুত্রসন্তান হয়।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে সৌদি থেকে বাসায় ফেরেন বাশার। ফেব্রুয়ারি মাসের শুরুতে তার মা অসুস্থ হন। তখন স্ত্রী-সন্তানকে বাসায় রেখে মাকে নিয়ে হাসপাতালে যান বাশার। ২৫ ফেব্রুয়ারি ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও টাকাসহ বাশারের স্ত্রী-সন্তান নিখোঁজ হন।

আবুল বাশার বলেন, স্ত্রী-সন্তানকে খুব ভালোবাসি আমি। তাদের কোনো চাহিদা অপূর্ণ রাখিনি। সৌদিতে থাকা অবস্থায় স্ত্রী চম্পাকে দুবার ওমরা হজ করিয়েছি। কয়েক মাস আগে দেশে ফিরেছি। গত মাসে মা অসুস্থ হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। বাসায় ফিরে দেখি পাঁচ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার, স্ত্রী ও সাত বছরের ছেলেটি নিখোঁজ। পরিবার-পরিজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাইনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পাশাপাশি স্ত্রী-সন্তানকে খুঁজে পেতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, স্ত্রী-সন্তান নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবুল বাশার। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের সন্ধান পাওয়া যাবে।

তাপস কুমার/এএম