গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে পড়ে

সুনামগঞ্জে উদ্বোধনের আগেই নির্মাণাধীন একটি সেতু ধসে পড়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের ওপর নির্মাণাধীন সেতুতে ধসে পড়ে। 

তবে কর্তৃপক্ষ বলছে, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে পড়েছে। এতে মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান এটি ঠিক করে দেবে। সেতুর পাশে বিকল্প সড়ক থাকায় ধসের কারণে সড়কে যান চলাচলে কোনো সমস্য হয়নি। 

ধসে পড়েছে নির্মাণাধীন সেতু 

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ৫৩ কোটি টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণের কাজ শুরু করে তারা। এটি বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্স। ঠিকাদারি প্রতিষ্ঠান সোমবার ভোরে অন্য স্থানে তৈরি করা গার্ডার সেতুর পাটাতনের ওপর বাসানের কাজ শুরু করে। এ সময় চারটি হাইড্রোলিক জ্যাকের একটি বিকল হয়ে গেলে সেতুটি ধসে মাটিতে বসে যায়। এতে পাটাতনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

ধসে যাওয়া গার্ডার সরিয়ে নতুন করে বসাতে হবে

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গার্ডার ধসে পড়লেও সেতুর মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। ধসে যাওয়া গার্ডার সরিয়ে নতুন করে বসাতে হবে। এই কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিজ খরচে করতে হবে। 

সাইদুর রহমান আসাদ/আরএআর