পঞ্চগড়ের বোদায় নৌকাডুবিতে মৃতদের বাড়ি বাড়ি গিয়ে শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানিয়েছেন রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট নূরুল ইসলাম সুজন ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত তারা প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা হিসেবে চেক তুলে দিয়েছেন।  

জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৫১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সে হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার ৩০ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর একজন, পঞ্চগড় সদরের একজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার একজন রয়েছেন। এদের মধ্যে শিশু ১৩ জন, নারী ২৬ ও ১২ জন পুরুষ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার হওয়া ৪ জনের মরদেহের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

সোমবার রাত ১১টায় মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, আমার ইউনিয়নে ১৪ জনের লাশ উদ্ধার করেছি। জেলা প্রশাসন থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ২৫ হাজার টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। 

এসপি