বিশ্বজয়ী কোরআনের হাফেজ সালেহ আহমদ তাকরীমকে নিজ এলাকায় সংবর্ধনা দি‌য়ে‌ছে জেলা ও উপ‌জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপু‌রে নাগরপুর উপজেলা পরিষদ হল রুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। 

তাকরীমকে জেলা প্রশাসন ও জেলা পুলিশ থেকে এক লাখ টাকা করে এবং নাগরপুর উপজেলা প্রশাসন ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

নাগরপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি এবং বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মো. কায়ছার।

অনুষ্ঠানে উপস্থিত ভাদ্রা ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, তাকরীম এ ইউনিয়নের ভাদ্রা গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে। আজকে তাকরীমকে এ সংবর্ধনায় দেওয়ায় এলাকাবাসী খু‌শি। এরই ধারাবাহিকতায় আগামীকাল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, তাকরীম বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আমরা দেশবাসী তার কাছে কৃতজ্ঞ। 

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতায় বিশ্বের ১১১টি মুসলিম দেশ অংশগ্রহণ করে। ওই প্রতিযোগীতায় অংশ নিয়ে নাগরপুরের কৃতিসন্তান ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমদ তাকরীম ৩য় স্থান অর্জন করে।

অ‌ভি‌জিৎ ঘোষ/এমএএস