পুলিশ ক্যাম্পে গাড়ি উপহার দিলেন সংসদ সদস্য
পুলিশকে গাড়ি উপহার দিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমপি জিল্লুল হাকিম
পুলিশ সদস্যদের জন্য একটি পিকআপ ভ্যান উপহার দিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমপি জিল্লুল হাকিম।
পাংশা উপজেলা সাওরাইল ইউপির বিকয়া পুলিশ ক্যাম্পের কার্যক্রম আরও বেগবান করতে গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম-পিপিএম ও রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর হাতে পিকআপের চাবি তুলে দেন।
বিজ্ঞাপন
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাউদ্দিন, রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি স্বপন কুমার মজুমদার, ডিবি ওসি প্রাণবন্ধু বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন আহমেদ পাতা, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাস, পাংশা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, কালুখালি উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামাম চৌধুরী টিটু প্রমুখ উপস্থিত ছিলেন ।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির জানান, একটি পিকআপের অভাবে বিকয়া পুলিশ ক্যাম্পের সদস্যদের সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষা এবং দূর-দুরান্তে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম পিকআপ ভ্যানের ব্যবস্থা করেন। মহতি এ উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এ বিষয়য়ে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন, পিকআপ ভ্যান সংকট থাকায় পুলিশ সদস্যরা দুর্গম এলাকাসহ বিভিন্নস্থানে দ্রুত পৌঁছাতে পারে না। বিলম্বে পৌঁছার বিষয়ে সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে এসপি সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারি পিকআপ ভ্যান না থাকায় এ সমস্যা হচ্ছে। তাই একটি পিকআপ ভ্যান উপহার দিয়েছি। আশাকরি এখন থেকে উপজেলার সর্বত্র পুলিশি টহল অব্যাহত থাকবে। এতে কিছুটা অপরাধ কমে যাবে।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/এমএএস