জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সরকার উৎখাতে বিএনপি-জামায়াত-রাজাকারদের আন্দোলনের মধ্যে জনগণের সংকট মোকাবিলার কোনো জাদুর কাঠি নেই। অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এই রাজাকাররা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। ১৯৭৫ সালের পর সামরিক জান্তা সরকার জিয়া এই দেশে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সরকার হটিয়ে রাজাকার-আলবদরদের ক্ষমতায় বসিয়েছে। তার দোসররা আজ রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা করছে।

শনিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়ার এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 হাসানুল হক ইনু আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের দলকে ক্ষমতায় আনতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। ৫০ বছরের স্বাধীন বাংলাদেশ অনেক অগ্রগতি সাধন করলেও এখনো বেশ কয়েকটি ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনো সাংবিধানিক ধারা বানচালের চক্রান্ত চলছে। দেশ বিরোধী ওই চক্রটি এখনো মীমাংসিত বিষয়টি অমীমাংসিত করতে চায়। জাসদ সব সময় ন্যায় ও নীতির পক্ষে কাজ করে। তাই সংগঠনের সবাইকে এই ক্রান্তিলগ্নে এগিয়ে এসে সব সমস্যা মোকাবিলা করার আহ্বান জানান তিনি। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার। বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি প্রমুখ। 

আলমগীর হোসেন/আরএআর